জাতির পিতার ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
আহমেদ জামাল,ফরিদপুর থেকে
গত ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের নগরকান্দার জয় বাংলা মোড়ে 'জয় বাংলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ'র পাদদেশে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী (লাবু)'র নেতৃত্বে নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুর (ফরিদপুর-২ আসন) উপজেলার আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীসহ সহস্র জনতার সমাগমে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে শাহদাব আকবর চৌধুরী (লাবু) বলেন,"স্বাধীনতার বিরোধী অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্যের উপর হাত দিয়েছে। তারা মূলত ষোল কোটি বাঙ্গালীর আদর্শের উপর হস্তক্ষেপ করেছে, তারা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলার মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আপমর জনতার চেতনার উপর হস্তক্ষেপ করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই হামলার সাথে কোন সাচ্চা আলেম উলামা জড়িত নন৷ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দুষ্কৃতকারীরা এর সাথে জড়িত।
তিনি আরো বলেন "অবিলম্বে এদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বাংলার মাটিতে তাদের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই, বাংলার ১৬ কোটি বাঙালী বঙ্গবন্ধুর সৈনিক৷ আমরা প্রমাণ করে দিতে চাই বাংলার ১৬ কোটি বাঙালী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক।
উল্লেখ্য,গত ৮ ডিসেম্বর সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষে শাহদাব আকবর চৌধুরী (লাবু) ফরিদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
ঐতিহাসিক জয় বাংলা মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন শেষে পদ্মা সেতুর ৪১তম বা শেষ স্প্যান স্থাপনের জন্য এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।জামাল কতৃক সংগৃহিত